গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণ আলোচনা করো।

By

গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি : কোন নির্দিষ্ট স্থানে প্রাকৃতিক ও আর্থ সামাজিক সুযোগ
সুবিধার ওপর ভিত্তি করে একত্রিত ভাবে যে বসতি গড়ে ওঠে তাকে গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি
বলে

উদাহরণ : কলু উপত্যকা, ওড়িষ্যার বোলানি, কটক জেলার মহানদীর বামতীর প্রভৃতি

গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতির বৈশিষ্ট্য : (ক) এই বসতিতে বিভিন্ন জাতি, ধর্ম -বর্ণের
মানুষ একসাথে বসবাস করে

(খ) এই বসতিতে বাড়ি গুলি
কাছা কাছি বা পাশাপাশি অবস্থান করে

(গ) এই বসতিতে বাড়ির
সংখ্যা বেশি থাকে

গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণ : গোষ্ঠীবদ্ধ গ্রামীণ বসতি গড়ে ওঠার কারণ
গুলিকে দুটি ভাগে বিভক্ত করে নিন্মে আলোচনা করা হল
যথা –

আরও পড়ুন:  হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প ও ধস – উচ্চ মাধ্যমিক ভূগোল প্রকল্প

(A) প্রাকৃতিক কারণ :

(ক) অনুকূল জলবায়ু : যেসব
অঞ্চলে বসতি স্থাপনের অনুকূল পরিবেশ লক্ষ্য করা যায়, সেই অঞ্চলে এই বসতি গড়ে ওঠে
এক্ষেত্রে জলবায়ু উষ্ণ ও আদ্র প্রকৃতির
হলে বসতি স্থাপনের ক্ষেত্রে বিশেষ অনুকূল হয়

(খ)
নদনদীর অবস্থান :
নদ নদীকে কেন্দ্র করে এই বসতি গড়ে উঠতে দেখা যায়
কারণ – জলসেচের সুবিধা, জল পরিবহন, মৎস
শিকার, জলের প্রাপ্যতা, উর্বর মৃত্তিকার অবস্থান
প্রভৃতি।

(গ)
সমতল ভূমিরুপ :
গোষ্ঠীবদ্ধ গ্রামের বসতি সাধারণত সমতল ভূমিভাগ যুক্ত অঞ্চলে গড়ে উঠতে
দেখা যায়।
কারণ –
উন্নত পরিবহন ব্যবস্থা বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকালাপের সুযোগ সুবিধা থাকায় এই বসতি
গড়ে ওঠে

আরও পড়ুন:  বেঙ্গালুরুতে ইলেকট্রনিক্স শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো।

(B) অর্থনৈতিক
কারণ :

(ক)
উন্নত কৃষিকাজ :
যে সমস্থ অঞ্চলে কৃষিকাজের অনুকূল পরিবেষ লক্ষ্য করা যায়
সেই অঞ্চলে সাধারণত গ্রামীণ বসতি গড়ে
উঠতে দেখা যায়

(খ)
উন্নত পরিবহন :
উন্নত পরিবহন ব্যবস্থা হল যেকোন বসতি স্থাপনের একটি অন্যতম নিয়ন্ত্রক
উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কোন
অঞ্চলে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার অন্যতম কারণ

Leave a Comment