কাস্ট অঞ্চল : ‘কাস্ট’ হল একটি জার্মান শব্দ, যার অর্থ হল ‘উন্মুক্ত প্রস্তর ময় ভূমি’। চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ প্রক্রিয়ার ফলে শিলার ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন ভূমিরুপ গড়ে ওঠে। ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরুপগুলি দ্রবণ, কার্বনেশন প্রভৃতি প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়।
উদাহরণ : পূর্বতম যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চলের ডালমেশিয়ান উপকূল হল কাস্ট অঞ্চলের উদাহরণ।
ভূমিরুপ সৃষ্টির অনুকূল ভৌগলিক পরিবেশ : আদর্শ কাস্ট অঞ্চল গড়ে ওঠার জন্য কতগুলি বিশেষ ভৌগলিক পরিবেশ বা শর্তাবলীর প্রয়োজন হয়ে থাকে। সেসব পরিবেশ বা শর্তবলীগুলি নিন্মরূপ আলোচনা করা হল।
(১) অঞ্চলের বিশালতা : কাস্ট অঞ্চল গড়ে ওঠার ক্ষেত্রে অঞ্চলের বিশালতা এক বিশিষ্ট ভূমিকা পালন করে থাকে। কার্স্ট অঞ্চলটি সুবিশাল বা অধিক বিস্তরিত হলে জলের দ্রবণ কার্য সঠিক ভাবে পরিপূর্ণতা পায় এবং শিলার ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন ভূমিরুপের সৃষ্টি করে।
(২) পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত : কাস্ট অঞ্চলে গড়ে ওঠার জন্য সাধারণত ৩০ সেমির বেশি বৃষ্টিপাতের প্রয়োজন হয়ে থাকে। বৃষ্টিপাতের পরিমাণ যদি অত্যাধিক হয় তবে খুব সহজে সেই বৃষ্টিপাতের জল নিন্মগামী হয়ে তার দ্রবণ কার্য বা ক্ষয় কার্য সিদ্ধি করে এবনহ বিভিন্ন ভূমিরুপ গড়ে ওঠে।
(৩) উষ্ণতার হার : কাস্ট অঞ্চল গড়ে ওঠার জন্য সাধারণত ২৫ থেকে ৩০ ডিগ্রি সেন্ট্রিগ্রেট উষ্ণতা থাকা উচিত। এর কারণ হল, এই অঞ্চলের উষ্ণতা যদি অত্যাধিক হয় তবে জল বাষ্পিভূত হয়ে যাবে এবং জল ভূঅভ্যন্তরে কম প্রবেশ করে। ফলস্বরূপ জলের দ্রবণ কার্য সম্পন্ন হয় না এবং ভূমিরুপ গড়ে উঠবে না। অর্থাৎ এই অঞ্চলের উষ্ণতা সমান্য থাকলে কার্স্ট অঞ্চল গড়ে উঠতে উপযোগী।
(৪) শিলার গভীরতা : কাস্ট অঞ্চল গড়ে ওঠার জন্য শিলার গভীরতা এক বিশেষ ভূমিকা পালন করে। চুনাপাথর স্তর বা শিলা ভূ-অভ্যন্তরে যতদূর বা গভীর পর্যন্ত বিস্তরিত হয়, তত বেশি জলে অনুশ্রাবন ঘটে এবং জলের দ্রবণ কার্য সিদ্ধি হয় ও বিভিন্ন ভূমিরুপ গড়ে ওঠে।
(৫) দ্রব্য শিলার উপস্থিতি : কাস্ট অঞ্চলগুলিতে সাধারণ দ্রব্য কার্বনেট সমৃদ্ধ বিশুদ্ধ চুনাপাথরের অবস্থান থাক দরকার, ফলে জলের দ্রবণ প্রক্রিয়া হবে এবং বিভিন্ন ভূমিরুপ সৃষ্টি করবে। এছাড়াও শিলার মধ্যে চক, ডলোমাইট, জিপসাম প্রভৃতি সহজ দ্রব্য থাকা দরকার।
(৬) সমুদ্রপৃষ্ট থেকে উচ্চতা : কাস্ট অঞ্চলটি সমুদ্রপৃষ্ট থেকে অনেকটা উঁচুতে অবস্থান করলে ভৌমজল একটি স্থানীয় ক্ষয় সীমা সৃষ্টি করে এবং দ্রবণ ক্ষয়কে আরও দ্রুত করে তুলে। যার ফলে খুব সহজেই বিভিন্ন ভূমিরুপ গড়ে উঠে।
অন্যান্য পরিবেশ : উপরিক্ত অংশে আলোচিত পরিবেশ গুলি ছাড়াও, প্রবেশ্য শিলা স্তরের অবস্থান, অপ্রবেশ্য স্তরের অবস্থান প্রভৃতি ভৌগলিক পরিবেশের ফলে গড়ে ওঠে কাস্ট অঞ্চলের ভূমিরুপ।