ওয়াকার সার্কুলেশন কাকে বলে ? এর উৎপত্তির কারণ লেখো | ওয়াকার সার্কুলেশন (Walker Circulation)কি?

By

ওয়াকার সার্কুলেশন : ওয়াকার সার্কুলেশন হল একটি বায়ুমন্ডলীয় পরিচলন কোশ। ক্রান্তীয় উষ্ণ মন্ডলে একদিকে উষ্ণ স্থলবায়ু
এবং জলভগের উষ্ণ জলবায়ু বা সমুদ্রবায়ু হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়ে এবং শীতল স্থল ও জলবায়ু
ভারী হয়ে নিন্মগামী হয়

ক্রান্তীয় অঞ্চলে অক্ষরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিমে বায়ুর চাপে ঢাল সৃষ্টি হলে বায়ুর
সঞ্চালন ঘটে।
এই ঘটনাটি ব্রিটিশ বিজ্ঞানী স্যার ওয়ার্কার আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে
একে ওয়ার্কার সার্কুলেশন বলে

ওয়াকার সার্কুলেশনের উৎপত্তির কারণ : ওয়াকার সার্কুলেশন মূলত ক্রান্তীয় অঞ্চলে দুটি পর্যায়ের মধ্য
দিয়ে সম্পূর্ণ হয়
। ওয়াকার তত্ব অনুসারে এই কোষের উৎপত্তির কারণ গুলি নিন্মরূপ আলোচনা করা হল

আরও পড়ুন:  মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকসমূহ আলোচনা করো। বা মৃত্তিকা সৃষ্টির সক্রিয় ও নিষ্ক্রিয় নিয়ন্ত্রক গুলি আলোচনা করো।

(i)প্রশান্ত
মহাসাগরের পশ্চিম অংশ ও তার সংলগ্ন মহাদেশীয় অংশে অত্যাধিক উষ্ণতার কারণে বায়ুমণ্ডলে
নিন্মচাপের সৃষ্টি হয়

অন্যদিকে
প্রশান্ত মহাসাগরের পূর্বদিকে দক্ষিণ আমেরিকার উপকূল বরাবর বায়ু মন্ডল শীতল হওয়ায় উচ্চচাপের
সৃষ্টি হয়

(ii) এর ফলে পূর্বে অপেক্ষাকৃত শীতল ও ভারী বায়ু দক্ষিণ পূর্ব আয়ন
বায়ু রূপে পশ্চিমের নিন্মচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়

(iii) এর ফলে এই বায়ু নিন্মচাপ অঞ্চলে ঊর্ধ্বগামী হয়ে প্রচুর বৃষ্টিপাত
ঘটায়

(iv) বৃষ্টিপাত ঘটানোর পর শুষ্ক প্রকৃতির বায়ু ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে
পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উচ্চচাপ অঞ্চলে নেমে আসে

আরও পড়ুন:  স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো।

(v) এরপর
পর্যায়ক্রমিক ভাবে বায়ু সঞ্চালন ঘটার ফলে এই কক্ষ বা ওয়ার্কার সার্কুলেশন কোশের সৃষ্টি
করে

Leave a Comment