এলনিনো সৃষ্টির কারণ আলোচনা করো | এল নিনো উৎপত্তির কারণ | Origin of Elnino

By

এলনিনো সৃষ্টির কারণ : দক্ষিণআফ্রিকার পেরু, ইকুয়েডর উপকূলে প্রশান্ত মহাসাগরের দক্ষিনমুখী উষ্ণ সমুদ্র
স্রোত এলনিনো সৃষ্টির অন্যতম কারণ
এলনিনো সৃষ্টির কারণগুলি নিন্মরূপ আলোচনা করা হল

(ক) নাজকাপাতের কার্যকলাপ
:
চিলি ও পেরু উপকূল বরাবর নাজকা মহাসাগরীয় পাতটি দক্ষিণ আমেরিকার মহাদেশীয় পাতের নিচে
অনুপ্রবেশ করার ফলে ভূ-অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা সমুদ্রতলদেশে বেরিয়ে আসে
। ফলে সমুদ্র জল উত্তপ্ত হয়ে
উষ্ণ স্রোত এলনিনোর উদ্ভব ঘটায়।

(খ)
আগ্নেয়গিরির অগ্নুৎপাত :
অস্ট্রেলিয় ভূ-তত্ববিদ অ্যাডাম ম্যান মনে করে প্রশান্ত মহাসাগরিয়
এর মধ্যে অবস্থিত আগ্নেয় স্যাভলা সক্রিয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সমুদ্র জলের উষ্ণতা
বৃদ্ধি পায় এবং এলনিনোর উদ্ভব ঘটায়।

আরও পড়ুন:  ভারতের হুগলি নদীর দুই তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো | হুগলি নদীর দুই তীরে পাট শিল্পের বিকাশ লাভের কারণ আলোচনা করো।

(গ)
তপবিন্দুর অবস্থান :
আবহবিজ্ঞানী বার্কনেস এর মতে পূর্ব-প্রশান্ত মহাসাগরের তলদেশে
অবস্থিত তপ্ত বিন্দুর ফলে ওয়ার্কার সার্কুলেশন ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দুর্বল হয়ে
পড়ে এবং এল নিনোর আবির্ভাব ঘটে।

(ঘ)
সামুদ্রিক অগ্নুৎপাত :
দক্ষিণ আমেরিকার পশ্চিম অংশে প্রশান্ত মহাসাগরের তলদেশে শৈলশিলার
বিদার অগ্নুৎপাতের ফলে নির্গত ম্যাগমা লাভার সংস্পর্শে সমুদ্র জল উষ্ণ হয়ে এলনিনোর
সৃষ্টি ঘটায়।

Leave a Comment