উত্তর আমেরিকার পূর্ব অংশে অবস্থিত সুপিরিয়র, মিসিগান, ইরি, অন্টারিও ও হুরন এই পাঁচটি হ্রদ নিয়ে হ্রদ অঞ্চলটি অবস্থিত। এই অঞ্চলটি আমেরিকা যুক্তরাষ্ট্র তথা পৃথিবীর অন্যতম শিল্প উন্নত অঞ্চল। এই অঞ্চলে লৌহ ইস্পাত, রাসায়নিক, সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং, কাগজ প্রভৃতি শিল্প কেন্দ্রগুলি গড়ে উঠেছে। প্রশ্ন অনুযায়ী আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প উন্নতি লাভের কারণগুলি নিন্মরূপ আলোচনা করা হল।
(ক) খনিজ সম্পদের প্রাচুর্য : মেসাবি, ভারমিলিয়ন, মারকোয়েদ প্রভৃতি অঞ্চলে আকরিক লোহা, ইলিনয় অন্টারিও প্রদেশের কয়লা; মিসিগান, অন্টারিও হ্রদ অঞ্চলে খনিজ তেলের প্রাচুর্যতার কারণে লৌহ ইস্পাত শিল্পে উন্নতি লাভ করেছে।
(খ) বিদ্যুৎ এর যোগান : আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের নায়গ্রা জলপ্রপাতের ওপর সৃষ্ট জলবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র প্রভৃতির অবস্থান থাকায় এই অঞ্চলে শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎ এর অভাব হয় না। যার কারণে এই অঞ্চলে হ্রদ শিল্প উন্নতি লাভ করেছে।
(গ) জলসম্পদের প্রাচুর্য : আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলটি 5 টি হ্রদ সমন্বয় গঠিত হওয়ায়, এই অঞ্চলটির শিল্পে জলের অভাব হয় না। ফলে বিভিন্ন শিল্পের অবস্থান লক্ষ্য করা যায়।
(ঘ) ঘনবসতিপূর্ণ অঞ্চল : আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলটি ঘনবসতি যুক্ত হওয়ায় শিল্পের প্রয়োজনীয় শ্রমিকের অভাব হয় না। আবার উৎপাদিত পণ্য সামগ্রীর আভ্যন্তরীণ চাহিদাও যথেষ্ট পরিমাণে থাকে।
(ঙ) কৃষিজ সম্পদের প্রাচুর্য : আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলটি কৃষিকাজে উন্নত হওয়ায় কৃষিজাত পণ্যকে কাজে লাগিয়ে ময়দা, চিনি, মদ শিল্পে উন্নতি ঘটেছে।
(চ) রাসায়নিক কাঁচামালের অভাব : খনিজ সম্পদের পাশাপাশি উৎকৃষ্ট মানের গন্ধক, পটাশ, ফসফেট প্রভৃতি রাসায়নিক কাঁচামালের প্রাচুর্য থাকায় ‘শিকাগো’, দলুথ, পিটার্সবার্গ প্রভৃতি স্থানে রাসায়নিক শিল্পে উন্নতি ঘটেছে।
উপরিক্ত কারণগুলি ছাড়াও, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, মুলধন, বৈদেশিক চাহিদা, বাজার প্রভৃতি কারণে আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প উন্নতি লাভ করেছে।