অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড -এর মধ্যে পার্থক্য লিখো | Difference Between Aquifer and Aquiclude

By

 প্রশ্ন: ‘অ্যাকুইফার’
ও ‘
অ্যাকুইক্লুড’ -এর পার্থক্য নির্দেশ করো

 অ্যাকুইফার (Aquifer) :-  ইংরেজি Aquifer শব্দটি ল্যাটিন
শব্দ
aqua(জল) ও fero(বহনকারী)শব্দ
থেকে এসেছে
ভূ-অভ্যন্তরের মধ্যে যদি প্রবেশ্য শিলাস্তর এর নিচে অপ্রবেশ্য
শিলাস্তর এর অবস্থান থাকে তবে বৃষ্টিপাতের জল সেই প্রবেশ্য শিলাস্তর এর মধ্য দিয়ে ভূ-অভ্যন্তরের
মধ্যে প্রবেশ করে এবং অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে বাধা প্রাপ্ত হয়ে এক স্থায়ী ভৌমজল
ভান্ডার গড়ে তলে, আর যাকে
অ্যাকুইফার বলে। অর্থাৎ, ভূ-অভ্যন্তরের মধ্যে
প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তর এর মধ্যে সৃষ্ট ভৌমজল ভান্ডারকে অ্যাকুইফার বলে অ্যাকুইফার স্তরটি জলবহন করে বলে একে জলবাহী স্তরও বলা হয়

আরও পড়ুন:  আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস শিল্প দক্ষিণা অঞ্চলে স্থানান্তরিত হওয়ার কারণ আলোচনা করো।

অ্যাকুইক্লুড (Aquiclude) :- অ্যাকুইফারের নিচে
ও ওপরে শেল ও কাদা গঠিত অপ্রবেশ্য শিলাস্তর এর মধ্যে জল ধীরে ধীরে প্রবেশ করতে পারে
যার কারণে এই স্তর খুব কম পরিমাণে জলধারণ করতে পারে, কিন্তু জল চলাচল করতে পারে না,
তাই এই স্তরকে
অ্যাকুইক্লুড বলে। অর্থাৎ, যে শিলাস্তর জল
ধারণ করতে পারে কিন্তু ক্ষরণ বা চলকল করতে পারে না তাকে
অ্যাকুইক্লুড বলে। এই স্তর থেকে কূপ ও নলকূপের
মাধ্যমে জল পাওয়া যায় না।

অ্যাকুইফার
ও অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য:-

বিষয়

অ্যাকুইফার

অ্যাকুইক্লুড

সংজ্ঞা

ভূ-অভ্যন্তরে
যে শিলাস্তর জল বহন ও জলধারণ করতে সক্ষম তাকে অ্যাকুইফার বলে

ভূ-অভ্যন্তরে
যে শিলাস্তর জল বহন ও জলধারণ করতে অক্ষম তাকে
অ্যাকুইক্লুড বলে

অবস্থান

এই স্তর দুটি অপ্রবেশ্য
শিলাস্তর এর মাঝে বা অপ্রবেশ্য শিলাস্তরের উপরে অবস্থান করে
 

এই স্তর সাধারনত অ্যাকুইফারকে কেন্দ্র
করে অবস্থান করে

জল সঞ্চয়

এই স্তর জল
সঞ্চয় করতে পারে

এই স্তর অত্যধিক
মাত্রায় জল সঞ্চয় করতে পারে না

জল প্রবাহ

এই স্তরে জল চলাচলের একটি
নির্দিষ্ট প্রবাহ আছে

এই স্তর জলরোধক হওয়ায় জল
চলাচলের কোনো নির্দিষ্ট প্রবাহ নেই

জলধারণ ক্ষমতা

এই স্তরটি হল
জলবাহী স্তর

এই স্তরটি হল
জলরোধক স্তর

শিলাস্তরের

প্রবেশ্যতা

এই স্তরের শিলাস্তর হল প্রবেশ্য
শিলাস্তর

এই স্তর এর শিলাস্তর হল
অপ্রবেশ্য প্রকৃতির

গুরুত্ব

পান করার উদ্দেশ্যে
বা সেপ কাজের জন্য এই স্তরের জল উত্তোলন করা হয়

এই স্তর থেকে
কোনো ভাবে জল উত্তোলন করা যায় না

আরও পড়ুন:  শ্বেত বিপ্লব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

 

Leave a Comment