মহীরুহ শব্দের অর্থ হল বৃক্ষ।
অলিপর্বা মহীরুহে আরোহণ করেছিল। কাঠ সংগ্রহের জন্য বনে গিয়ে সে একদল দস্যুর সম্মুখীন হল তখন নিরাপত্তার তাগিদে নিরাপদ আশ্রয়ের জন্য বিশাল এক বৃক্ষে আরোহণ করেছিল। যার শাখা-প্রশাখা ছিল বিশাল আকৃতির এবং ঘন পাতা ভর্তি। ফলত সে কারো দ্বারা দৃষ্টিগোচর হয়নি।
মহীরুহে আরোহন করে সে দেখল, নিকটবর্তী এক পাহাড়ের কাছে দস্যুরা নিজ নিজ অশ্ব থেকে অবতরণ করল। তারা সংখ্যায় চল্লিশ জন ছিল। তাদের মধ্যে বিশিষ্ট আকৃতি বিশিষ্ট এক দলনেতা ছিল। তারপর তারা নিজ নিজ ঘোড়ার উপর থেকে সোনা-মাণিক্য ভর্তি থলে প্রদান করল। সে পর্বতের সম্মুখ ভাগে গিয়ে দস্যুদের স্কন্দরাজের উদ্দেশ্যে একটা পদ্য পাঠ করল। পদ্যপাঠের সঙ্গে সঙ্গেই গুহার একটা দরজা খুলে গেল। সেই দরজার অন্তবর্তী পথ দিয়ে তারা সবাই গুহার ভিতরে প্রবেশ করল। দরজা আবার বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ গুহায় থাকার পর তারা পুনরায় দলনেতাকে অনুসরণ করে বাইরে এল। দলনেতা স্বয়ং গুহাদ্বারে দণ্ডায়মান থেকে সকলকে বাইরে আসতে দেখল এবং তারপর আবার দস্যুদেব স্কন্দরাজের উদ্দেশ্যে একটা পদ্য পাঠ করল। পদ্য পাঠের সাথে সাথেই গুহার দরজা বন্ধ হয়ে গেল। অনন্তর সকল চোরেরা নিজ নিজ ঘোড়ায় চেপে চলে গেল।