অসম জনসংখ্যা বন্টনের কারণ : বিশ্বের বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার বন্টন প্রায় সমান প্রকৃতির নয়।আর বিভিন্ন প্রাকৃতিক ও অর্থনৈতিক
কারণের ফলে সাধারণত বিশ্বের জনসংখ্যা বণ্টনে তারতম্য লক্ষ্য করা যায়। আর এই কারণগুলি সম্পর্কে
নিন্মে আলোচনা করা হল।
(A) প্রাকৃতিক
কারণ : কোন স্থানের জনসংখ্যা বণ্টনে সেই স্থানের প্রাকৃতিক বৈশিষ্ট্য গুলি হল সর্বপ্রধান
ও প্রাথমিক নিয়ন্ত্রক।
আর যেসব
প্রাকৃতিক কারণ বা বৈশিষ্ট্যগুলির দ্বারা জনসংখ্যা বন্টনের তারতম্য ঘটে, সগুলি হল –
(ক)
ভৌগলিক অবস্থান : উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলে ও তার সংলগ্ন এলাকার মধ্যে সাধারণত
জলবায়ু অত্যন্ত ঠান্ডা প্রকৃতির হয় এবং বছরে অধিকাংশ সময় ভূমি বরফাবৃত থাকে। ফলে কৃষিকাজ ও অন্যান্য অর্থনৈতিক ক্রিয়কলাপ
গড়ে তোলার ক্ষেত্রে অনুকূল নয়। যার ফলে উচ্চ অক্ষাংশে অবস্থিত স্থান জনবিরল হয়। যেমন – কানাডার উত্তরাংশ। আবার, নিন্ম ও মধ্য অক্ষাংশের মধ্যে এরকম
অসুবিধা না থাকার কারণে, এখানে অবস্থিত স্থানগুলি জনবহুল হয়ে থাকে। যেমন – ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ প্রভৃতি।
(খ)
ভূমিরুপ : বন্ধুর পাথুরে ভূমি অর্থাৎ পার্বত্য অঞ্চলগুলি কৃষিকাজে অনুপযোগী এবং যোগাযোগ
ব্যবস্থাতেও অনুন্নত, যার ফলে এখানে বসতি কম গড়ে ওঠে। আর সমতল ভূমি এইসব ব্যবস্থাপনায় উন্নত
থাকার ফলে, এখানে জনবসতি বিপুল পরিমাণে গড়ে ওঠে।
উদাহরণ : হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল, কিন্তু উত্তর ভারতের সমভূমি অত্যন্ত জনবসতি
পূর্ণ।
(গ)
জলবায়ু : যেসব অঞ্চলের মধ্যে উষ্ণতা ও বৃষ্টিপাত সমান পরিমাণ ঘটে থাকে, সেখানে অত্যাধিক
জনবসতি লক্ষ্য করা যায়।
আবার, যেসব
স্থানে জলবায়ু ভারসাম্যহীন সেইসব স্থান জনবিরল।
উদাহরণ : মৌসুমি জলবায়ু অধ্যুষিত অঞ্চল জনবসতিপূর্ণ এবং মরু অঞ্চল জনবিরল প্রকৃতির।
উপরিক্ত
প্রাকৃতিক কারণগুলি ছাড়াও, নদনদী ও হ্রদ মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ প্রভৃতি
কারণ উল্লেখযোগ্য।
(B) অর্থনৈতিক
কারণসমূহ : অসম জনবণ্টনের প্রাকৃতিক কারণগুলির মতোই কিছু অর্থনৈতিক কারণ রয়েছে। যেগুলি হল –
(ক) কৃষি : যেসব স্থান কৃষি উপযোগী, সেইসব স্থানে বিশেষভাবে জনবসতি গড়ে ওঠে। যেমন – দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও পূর্ব
এশিয়া।
(খ)
শিল্প : উন্নত ও উন্নয়নশীল শিল্প অঞ্চলগুলির পার্শ্ববর্তী এলাকা গুলিতে উন্নত যোগাযোগ
ও পরিবহন ব্যবস্থার উপলব্ধি থাকার ফলে পরিব্রাজনের মাধ্যমে জনবহুল শহর নগর বিকশিত হয়। যেমন – যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাংশ।
(গ)
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা : উন্নত পরিবহন ব্যবস্থা থাকার ফলে দুর্গম পার্বত্য ও মালভূমি
অঞ্চলের মধ্যেও জনবিস্তার ঘটে থাকে। যেমন – ছোটনাগপুর মালভূমি অঞ্চলে।
উপরিক্ত অর্থনৈতিক কারণগুলি ছাড়াও, ব্যবসা বাণিজ্য, শহরায়ন, পরিব্রাজন প্রভৃতি
কারণ উল্লেখযোগ্য।