অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য | Difference Between Degradation and Aggradation Process

By

প্রশ্ন: অবরোহন ও
আরোহন প্রক্রিয়া বলতে কী বোঝো? অবরোহন ও আরোহন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো

➤অবরোহন:- যে বহির্জাত
প্রক্রিয়ার বিভিন্ন উপাদান বা প্রাকৃতিক শক্তি দ্বারা আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত
ক্ষয় এর মাধ্যমে যখন কোনো উচু ভূমিভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে অবস্থান করলে তাকে
অবরোহন বা 
অবরোহন প্রক্রিয়া বলে। অবরোহন প্রক্রিয়া প্রধানত তিনটি পদ্ধতির মাধ্যমে তার কার্য সাধন করে থাকে। যথা – (ক) আবহবিকার,  (খ) পুঞ্জিত ক্ষয়,  (গ)ক্ষয়ীভবন। 


যেমন:- এই প্রক্রিয়ার মাধ্যমে কোন সুউচ্চ পর্বত ভূমি ক্ষয় প্রাপ্ত হয়ে প্রথমে ক্ষয়জাত পর্বত, এরপর ক্ষয়জাত মালভূমিতে এবং সর্বশেষে সমভূমিতে পরিণত হয়। 


➤আরোহন:- যে বহির্জাত
প্রক্রিয়ার বিভিন্ন উপাদান বা প্রাকৃতিক শক্তি দ্বারা যখন কোন নিচু ভূমিভাগ সঞ্চয় সাধন
করে উচু হয়ে অবস্তান করে তখন তাকে আরোহন বলে

➥যেমন:- নদীর দ্বারা বাহিত ক্ষয়ীভূত পদার্থ নদীর নিন্মপ্রবাহে এসে সঞ্চিত হয়ে বদ্বীপ, বালুচর, প্লাবনভূমি প্রভৃতি ভূমিরুপ গড়ে ওঠে। আর এই ভূমিরুপ গুলির মধ্যে উল্লেখযোগ্য হল গঙ্গা বদ্বীপ। 

অবরোহন
ও আরোহন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য :-

বিষয়

অবরোহন প্রক্রিয়া

আরোহন প্রক্রিয়া

উচ্চতা

এই প্রক্রিয়ার
মাধ্যমে ভূমিভাগের উচ্চতা হ্রাস পায়

এই প্রক্রিয়ার
মাধ্যমে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়

কাজ

এই প্রক্রিয়ার মাধ্যমে ভূমিভাগ ক্ষয় সাধন হয় এবং ভূমিভাগের
নিন্মস্থ শিলা উন্মুক্ত হয়
। অর্থাৎ এই প্রক্রিয়ার প্রধান কাজ ক্ষয় সাধন করা।

এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্টয়ের নিচু স্থানে
সঞ্চিত হয়
। অর্থাৎ এই প্রক্রিয়ার
প্রধান কাজ সঞ্চয় সাধন করা।

নিয়ন্ত্রক

এই প্রক্রিয়ার
নিয়ন্ত্রক গুলি হলো – আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের শক্তিসমূহ

এই প্রক্রিয়ার
নিয়ন্ত্রক গুলি হলো – প্রধানত ক্ষয়ীভবনের শক্তি সমূহ
। অর্থাৎ নদী, বাযু,
হিমবাহ, সমুদ্রতরঙ্গ।  

ফলাফল

এই প্রক্রিয়ার ফলে ক্ষয়জাত ভূমিরুপের সৃষ্টি হয় থাকে।  

এই প্রক্রিয়ার ফলে সাধারনত সঞ্চয়জাত ভূমিরুপের সৃষ্টি হয়

ভাস্কর্য

এই প্রক্রিয়ার
ফলে ভূমিরুপের ভাস্কর্য সৃষ্টি হয়

এই প্রক্রিয়ার
ফলে ভূমিরুপের ভাস্কর্য সৃষ্টি হয় না

আরও পড়ুন:  নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও।

Leave a Comment