অন্তক্ষেত্রীয় ও বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ এর মধ্যে পার্থক্য লিখো।

By

অন্তক্ষেত্রীয় ও বহিক্ষেত্রীয় সংরক্ষণের মধ্যে পার্থক্য নিন্মরূপ আলোচনা করা হল –

বিষয়

অন্তক্ষেত্রীয়
সংরক্ষণ

বহিক্ষেত্রীয়
সংরক্ষণ

সংজ্ঞা

নিজস্ব প্রাকৃতিক পরিবেশে বা বাসস্থানে যখন বিভিন্ন
বিপন্ন ও বিপদ সংকুল উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে রক্ষা বা সংরক্ষণ করা হয় তাকে
অন্তক্ষেত্রীয় সংরক্ষণ বলে

যেসব জীব প্রজাতিকে তার নিজ বাসস্থান থেকে দূরে বা বাইরে
কৃত্তিম ভাবে তৈরি বাসস্থান যোগ্য পরিবেশে রক্ষা করা হয় তাকে বহিক্ষেত্রীয়
সংরক্ষণ বলে

স্থান

এই সংরক্ষণে বিভিন্ন জীবকে তাদের নিজস্ব বাসস্থানে সংরক্ষণ
করা হয়ে থাকে

এই সংরক্ষণে জীবকে তার নিজ বসস্থান থেকে দূরে কৃত্তিম
পরিবেশে সংরক্ষণ বা রক্ষা করা হয়

জীবসংখ্যা

এই সংরক্ষণে প্রাকৃতিক উপায়ে জীবের সংখ্যা বৃদ্ধি করা হয়

এই সংরক্ষণে জীবকে তার নিজ বাসস্থান থেকে দূরে কৃত্তিম
পরিবেশে রক্ষা করা হয়

জীববৈচিত্র্য

এই সংরক্ষণে প্রজাতি, জিন ও বাস্তুতন্ত্রগত জীববৈচিত্র্য
একসাথে সুরক্ষিত করা হয়

এই সংরক্ষণে প্রজাতি ও জিনগত জীববৈচিত্র্য পৃথক ভাবে
সুরক্ষিত করা হয়

খাদ্যশৃংখল

এক্ষেত্রে স্বাভাবিক খাদ্যশৃংখল গড়ে ওঠে

বাস্তুতান্ত্রিক রক্ষা করা যায় না বলে খাদ্যশৃংখল গড়ে ওঠে
না

পদ্ধতি ও বিস্তৃতি

এক্ষেত্রে বিশেষ কিছু সংরক্ষণ অঞ্চলে বিস্তৃত অঞ্চল জুড়ে
জাতীয় উদ্যান, অভায়ারণ্য সংরক্ষিত জীবমন্ডল গড়ে তোলা হয়

এক্ষেত্রে সংরক্ষণ অঞ্চলের বাইরে একটি ক্ষুদ্র অঞ্চলে
উদ্ভিদ উদ্যান, চিড়িয়াখানা, জিন ভান্ডার, অণুজীব সংগ্রহালয় গড়ে ওঠে

উদ্দেশ্য

জীববৈচিত্র্য সংরক্ষণ করা হল এর মূল উদ্দেশ্য

শিক্ষা, গবেষণা ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা হল এর মূল
উদ্দেশ্য

আরও পড়ুন:  বিভিন্ন প্রকার তটভূমি সম্পর্কে আলোচনা করো।

Leave a Comment